বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দেশীয় অস্ত্রের কোপে কামাল হোসেন (২৬) নামের এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে পূর্ব শত্রুতার জেরে উপজেলার গাংনি ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল দাড়িয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে। এ ঘটনায় আবুল হাসান মোল্লা ও শফিক মোল্লা নামের আরও দু’জন আহত হয়েছেন। উত্তেজনা এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মোল্লাহাট থানার ওসি সৌমেন দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কামাল হোসেন এর সাথে তার চাচাতো ভাই আজিজ মোল্লার বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে এদিন দুপুরে কামাল হোসেন বিড়ি ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়িতে আসলে আজিজসহ অন্যান্য চাচাতো ভাইদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। এসময় আজিজ মোল্লাসহ অন্য ভাইয়েরা দেশীয় অস্ত্র ও মাছ ধরার বল্লম দিয়ে কামালের উপর হামলা চালায়। এতে কামাল হোসেন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় কামালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামাল হোসেনের চাচাতো ভাই আবুল হাসান মোল্লা ও শফিক মোল্লাও আহত হয়েছে। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ওসি আরও জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রয়াধীন রয়েছে।
/এসএইচ
জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি
