Site icon Jamuna Television

কালবৈশাখীতে তিন জেলায় নিহত ৯

সুনামগঞ্জ, হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জেই মারা গেছেন দুই সন্তান ও মাসহ ৫ জন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোররাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুলেমানপুর এলাকায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। এসময় ঘরের ওপর গাছচাপা পড়ে একই পরিবারের ৩ জন নিহত হন। তারা হলেন, মৌসুমী বেগম ও তার দুই সন্তান মাহিমা ও হোসাইন। এছাড়া, শাল্লা উপজেলায় বজ্রপাতে মারা গেছেন বাবা ও ছেলে।

এদিকে, হবিগঞ্জে আলাদা স্থানে বজ্রাঘাতে ৩ জন নিহত হয়েছে। সন্ধ্যায় চুয়াডাঙ্গার কুড়ুলগাছিতে কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ পড়ে মোমেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version