
মনোজ বাজপেয়ী ও কঙ্কনা সেনশর্মা।
মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেনশর্মাকে নিয়ে এবার ওটিটিতে আসছেন পরিচালক অভিষেক চৌবে। একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিরিজ স্যুপ। সম্প্রতি নেটফ্লিক্স প্রকাশ করলো সেই সিরিজের শুটিংয়ের কিছু দৃশ্য।
একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সিরিজ স্যুপ। একজন অদক্ষ বাবুর্চি অর্থাৎ সোয়েতা শেঠিকে ঘিরে এর কাহিনী। যে একদিন তার নিজের একটি রেস্তোরা থাকার স্বপ্ন দেখে এবং তার সন্দেহভাজন স্বামী প্রভাকর তাকে সাহায্য করতে চান না। সে কোনোভাবেই চায় না তার স্ত্রীকে দিয়ে রেস্তোরা চালাতে।
এরপর তার রাঁধুনী স্ত্রী রেস্তোরা খোলার জন্য সে একটি মাস্টার প্ল্যান তৈরি করে এবং স্যুপের সঙ্গে কিছু একটা মিশিয়ে দেয় যাতে তার স্বামীর মারা যান। একটা পর্যায়ে দেখা যায় সেই স্যুপ খেয়ে তার স্বামী রীতিমত কাশতে শুরু করেন।
আর এই ডার্ক থ্রিলার সিরিজে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা। সম্প্রতি শেষ হয়েছে এ সিরিজের শুটিং।
স্যুপের পরিচালক অভিষেক চৌবে বলেন, মনোজ এবং কঙ্কনার সঙ্গে শ্যুটিং সেটে একটি দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। একটি ভিন্নধর্মী গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারছি এজন্য আমি সত্যিই অভিভূত।
বাজপেয়ী এবং সেনশর্মা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন নাসের, সায়াজি শিন্ডে এবং লাল এর মতো তারকারা। তবে নেটফ্লিক্সের ওই ভিডিওতে তাদের শুটিং সেটে দেখা না গেলেও এ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারা।
এদিকে, নিজের রেস্তোরা খুলতে কী তার স্বামীকে হত্যা করবেন কঙ্কনা সেনশর্মা! এটিই এখন বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে।
/এসএইচ



Leave a reply