Site icon Jamuna Television

ম্যারাডোনার মৃত্যু ঘিরে রহস্য, ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে চিকিৎসকদের

ম্যারাডোনা ও তার ডাক্তার স্নায়ুরোগ বিশেষজ্ঞ লিওপোলদো লুক। ছবি: সংগৃহীত

২০২০ সালের নভেম্বরে মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু দু’বছর পর তার মৃত্যু নিয়ে দেখা দিলো রহস্য। তার চিকিৎসার দায়িত্বে থাকা আটজনকে ডেকে পাঠিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা করেছেন তারা।

বুধবার (১৩ এপ্রিল) সরকারি কৌঁসুলিরা এসব চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও চিকিৎসায় অব্যবস্থার অভিযোগ তোলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, মৃত্যুর আগে ম্যারাডোনাকে অসহায়ের মতো ফেলে রাখা হয়েছিল ও তার চিকিৎসা ভাগ্যের ওপর ছেড়ে দেয়া হয়েছিল।

আট চিকিৎসকের মধ্যে দুজন হলেন, স্নায়ুরোগ বিশেষজ্ঞ লিওপোলদো লুক ও মনোবিদ অগাস্তিনা কোসাকোভ। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। ম্যারাডোনার স্বাস্থ্যের অবনতির পেছনে দায়ী করা হয়েছে এই দুজনকে। অভিযোগ আছে ফিজিওলজিস্ট কার্লোস দিয়াজ ও চিকিৎসা সমন্বয়কারী ন্যান্সি ফোরলানির বিরুদ্ধেও।

ম্যারাডোনাকে বাড়িতে রেখে অবিবেচকের মতো চিকিৎসা করানোয় এসব চিকিৎসকদের দায় দেখছেন সরকারি কৌঁসুলিরা। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে এসব চিকিৎসকদের।

আরও পড়ুন: ভারতের ৫, পাকিস্তানের ১; আজহারউদ্দিনের সেরা একাদশে আছেন যারা

২০২০ সালে মাত্র ৫০ বছর বয়সেই ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। খেলোয়াড়ি জীবনেই কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। অ্যালকোহলের প্রতিও আসক্তি ছিল তার। শেষ জীবনে এই দু’টি জিনিসই ভুগিয়েছে তাকে। সূত্র: ডেইলি সাবাহ।

জেডআই/

Exit mobile version