Site icon Jamuna Television

ইউরোপের কাছে রাশিয়ার জ্বালানি শক্তির বিকল্প নেই: পুতিন

ছবি: সংগৃহীত

ইউরোপের কাছে রাশিয়ার জ্বালানি শক্তির বিকল্প নেই বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। বলেন, অন্য দেশ থেকে তেল ও গ্যাস আমদানির বিকল্প চিন্তা করলে ইউরোপের অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলবে। খবর ব্লুমবার্গের।

বৃহস্পতিবার জ্বালানি কোম্পানি ও তাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, রাশিয়া তার জ্বালানি ধীরে ধীরে দক্ষিণ ও পূর্ব দিকে ক্রমবর্ধমান বাজারে রফতানি বাড়িয়ে দেবে। অপরদিকে পশ্চিমাদের কাছে জ্বালানি রফতানি কমিয়ে দেবে। দক্ষিণ ও পূর্ব দিকে জ্বালানি পাঠানোর জন্য রাশিয়া বিষয়টি বিশ্লেষণ করবে এবং অবকাঠামো নির্মাণ শুরু করবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পশ্চিমারা রাশিয়ার জ্বালানির ওপর যে নিষেধাজ্ঞা দেয়ার কার্যক্রম চালাচ্ছে সেটি বিশ্বের ওপর ভয়ানক নেতিবাচক প্রভাব ফেলবে।কারণ বর্তমান বিশ্ব রাশিয়ার জ্বালানি ছাড়া চলতে পারবে না।

তাছাড়া বর্তমানে বন্ধু নয় এমন দেশের কাছে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাস বিক্রির যে নির্দেশনা পুতিন দিয়েছেন সেটিও মানার জন্য অনুরোধ করেছেন তিনি। ডলার ও ইউরো থেকে ধীরে ধীরে সরে আসার জন্যও নির্দেশনা দেন পুতিন।
আরও পড়ুন: ইউরোপের কাছে রাশিয়ার জ্বালানি শক্তির বিকল্প নেই: পুতিন
ইউএইচ/

Exit mobile version