ইমরান খানের অভিযোগ অস্বীকার করলো পাকিস্তানের সেনাবাহিনী

|

ছবি: সংগৃহীত

ইমরান খান সরকারের পতন ঘটাতে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র- পিটিআই প্রধানের এই অভিযোগ সাফ অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই এই অভিযোগ করে আসছিলেন ইমরান খান। বুধবার পেশোয়ারের বিশাল জন-সমাবেশে আবারও তুললেন এই প্রসঙ্গ। তিনি বলেন, পাকিস্তানে সামরিক ঘাঁটি বানানোর উদ্দেশেই কৌশলে তার সরকারের পতন ঘটিয়েছে যুক্তরাষ্ট্র।

সেনা মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার জানান, এ ধরনের কোনো ষড়যন্ত্রের আভাস পায়নি সেনাবাহিনী। একই সাথে গণ্ডগোল মেটাতে সেনাপ্রধান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন- ইমরান খানের এই দাবিও অস্বীকার করেন তিনি।
আরও পড়ুন: ইউরোপের কাছে রাশিয়ার জ্বালানি শক্তির বিকল্প নেই: পুতিন
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply