Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় বন্যা-ভূমিধস: নিহতে সংখ্যা বেড়ে ৩৪১

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় প্রবল বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে। ক্ষতিগ্রস্ত ৪০ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। খবর বার্তা সংস্থা এপির।

সিরিল রামাফোসা জানান, দুর্গত এলাকায় ১৭টি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যাতে ঠাঁই নিতে পারবেন ২১ হাজারের মতো বাসিন্দা। একই সাথে দুর্যোগ মোকাবিলায় ধর্মীয় নেতা এবং স্থাপনাগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডারবান। কাদামাটির নীচে এখনো চাপা পড়ে আছেন বহু মানুষ। পুরোপুরি ভেঙ্গে পড়েছে সড়ক ও সেতু যোগাযোগ ব্যবস্থা। যার ফলে দুর্গত এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সহায়তা। সোমবার থেকে অঞ্চলগুলোর মানুষ বিদ্যুৎ ও সুপেয় পানির তীব্র সংকটে। গেল সপ্তাহ থেকেই ভারি বৃষ্টিপাতের পর, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দেড় শতাধিক
ইউএইচ/

Exit mobile version