Site icon Jamuna Television

সনাতনরা ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন নববর্ষ

রাষ্ট্রীয়ভাবে একদিন আগেই নতুন বছরকে বরণের পর সনাতন ধর্মাবলম্বীরা পঞ্জিকা অনুসারে বর্ষবরণ করছে আজ।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে নানা আয়োজনে বর্ষবরণের দিনটি উদযাপন করে। এই উপলক্ষ্যে সেখানে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড়। মণ্ডপে পূজা দিয়ে প্রসাদ গ্রহণ করছেন তারা। তাদের প্রত্যাশা, নতুন বছরে আরও সুখি-সমৃদ্ধ হবে দেশ।

সার্বিক নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মহানগর পূজা উদযাপন কমিটি। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকেশ্বরীর মূল ফটক সংলগ্ন প্রাঙ্গণে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

/এডব্লিউ

Exit mobile version