Site icon Jamuna Television

নড়াইলের শীর্ষ সন্ত্রাসী সোহেল খাঁকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ৪টি হত্যাসহ একাধিক মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেল খাঁকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে নবগঙ্গা নদীর পাশে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল রাতে দিঘলিয়া পূর্বপাড় গ্রামে তার শ্বশুর বাড়িতে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা স্বামী-স্ত্রী ঘর থেকে বেরিয়ে পাশের রাস্তায় দাঁড়ালে আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা ও অস্ত্র মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এটিএম/

Exit mobile version