Site icon Jamuna Television

কক্সবাজারে আলোচিত মোরশেদ হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫

মোরশেদ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ও গ্রেফতারকৃত ৫ আসামি।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখার আকুতি করেও রক্ষা না পাওয়া আলোচিত মোরশেদ হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের চাঁন্দগাও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক লে. কর্নেল মো. ইউসুফ জানান, গত ৭ এপ্রিল কক্সবাজারের পিএমখালীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিবাদকে কেন্দ্র করে মোরশেদ আলীকে কুপিয়ে হত্যা করা হয়।

জানা গেছে, সরকারি একটি সেচ প্রকল্পের ইজারা নিয়ে নিহত মোরশেদ ও গ্রেফতারকৃতদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এতেই ক্ষিপ্ত হয়ে ৭ এপ্রিল ইফতারের বাজার করার জন্য চেরাংঘর বাজারে গেলে গ্রেফতারকৃত মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মোরশেদকে হামলা করে। এ সময় নিহত মোর্শেদ ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখার আকুতি জানিয়েও রক্ষা পাননি হামলা থেকে।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার করা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‍্যাব।

/এসএইচ

Exit mobile version