Site icon Jamuna Television

লালমনিরহাটে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে প্রায় ৪ ঘণ্টা রংপুর-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে রাখে স্বজন ও এলাকাবাসী। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়ি।

যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে রংপুর-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী।

স্বজনদের অভিযোগ, হিরামানিক এলাকায় বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে যায় রবিউল। তখন পাশের একটি জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। স্বজন ও এলাকাবাসীর দাবি, জুয়া না খেললেও সন্দেহের বশে তাকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়েছে পুলিশ।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মনির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে জুয়ার আসর থেকে রবিউলসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রবিউল। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার সময় মৃত্যু হয় তার।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ভোর চারটার দিকে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধ এলাকাবাসী। অবরোধের কারণে রংপুর-লালমনিরহাট মহাসড়কে আটকা পড়ে শতশত যানবাহন। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রবিউলের স্বজনরা।

এটিএম/

Exit mobile version