Site icon Jamuna Television

আন্তর্জাতিক ফোরামে বৈষম্য ঠেকাতে ব্রাজিলের সহায়তা চেয়ে রাশিয়ার চিঠি

ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও জি-২০তে রাজনৈতিক দোষারোপ ও আন্তর্জাতিক ফোরামগুলোতে বৈষম্য ঠেকাতে ব্রাজিলের সহায়তা চেয়ে ব্রাজিলকে চিঠি দিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।

বুধবার (১৩ এপ্রিল) ব্রাজিলের অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন রুশ রাষ্ট্রদূত। তবে চিঠিটিতে ইউক্রেনে রাশিয়ার হামলার ব্যাপারে কিছু লেখা হয়নি।

শুক্রবার (১৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সহায়তা চেয়ে ইতোমধ্যে ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েদেসের কাছে চিঠি দিয়েছেন রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানভ। গত ৩০ মার্চ লেখা ওই চিঠিতে রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানভ লেখেন, আইএমএফ এবং বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাশিয়ার অংশগ্রহণ সীমিত করতে বা রাশিয়াকে বহিষ্কার করতে নেপথ্যে কাজ করে চলেছে একটি চক্র।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি ও আর্থিক পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে রাশিয়া।

ওই চিঠির বিষয়ে ব্রাজিলের অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক সচিব এরিভালদো গোমেজ বলেন, বহুপাক্ষিক সংস্থাগুলোর আলোচনায় রাশিয়ার অংশগ্রহণ অব্যাহত থাকার পক্ষে তারা। আলোচনার সুযোগ খোলা রাখা জরুরি বলেও মনে করে ব্রাজিল।

/এসএইচ

Exit mobile version