
সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
নাটোরের লালপুর অংশে পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধে স্বপ্রণোদিত আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আবু সাঈদ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রাজু আহমেদ জানান, নাটোরের লালপুর অংশে সম্প্রতি পদ্মা নদীর বালু বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। বিষয়টি দৃষ্টিগোচর হলে তা আমলে নেয় আদালত। পরবর্তীকালে স্বপ্রণোদিত মামলা গ্রহণ করেন সিনিয়র জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। আদেশে পিবিআই পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করতে নির্দেশনা দেয়া হয়।
প্রাথমিক তদন্তে কারা বালু উত্তোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তা খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়। এছাড়া আসামিদের শনাক্ত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুতের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া গেলে তা জব্দ করতে বলা হয়েছে। পাশাপাশি আগামী ৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
/এডব্লিউ



Leave a reply