Site icon Jamuna Television

হাতিরঝিলে মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল উল্টে দুই তরুণ নিহত হয়েছেন। এরা হলেন- হেদায়েতউল্লা (২৬) ও তার বন্ধু হাবিবুল্লা (২৩)। তারা সম্পর্কে বন্ধু বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে হাতিরঝিলের ৪নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেদায়েতউল্লা সাত রাস্তা এলাকার আবদুর রউফ খানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন। তার বন্ধু হাবিবুল্লা থাকেন গাজীপুরে। চাকরির জন্য রাতে বন্ধুর কাছে আসেন।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলি সাংবাদিকদের জানান, মোটরসাইকেলটি নতুন ছিল।এছাড়া নিহত দুই বন্ধুর কারও মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুইজনই মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version