Site icon Jamuna Television

মারা গেলেন অভিনেতা অপূর্বর বাবা

ছবি: সংগৃহীত।

বাবা হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনেতার বাবা মোহাম্মদ ওমর ফারুক শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টা নাগাদ উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিজেই ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন অভিনেতার বাবা। মুত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ফেসবুকে অপূর্ব লেখেন, আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন৷

বাবার জানাজা নিয়ে আরও একটি স্ট্যাটাস দেন অপূর্ব। লেখেন, আমার বাবার জানাজা আজ বাদ আসর ইকবাল রোড বাইতুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে৷

এসজেড/

Exit mobile version