Site icon Jamuna Television

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুই স্থানে বজ্রপাতে ২ জন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৬০) লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। প্রায় একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের কাজে থাকা সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন। বৃদ্ধ সাহাব উদ্দিন ও বালু শ্রমিক সাহাব উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা কামরুল ইসলাম উভয়কেই মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুর ১২টার দিকে বজ্রপাতের প্রচণ্ড শব্দে বড়ঘোপ জেলে পাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন। সে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

/এডব্লিউ

Exit mobile version