Site icon Jamuna Television

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে

রাজশাহী ব্যুরো:

তীব্র দাবদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে রাজশাহীতে এ মৌসুমের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই দিনে সারাদেশের মধ্যেও সবচেয়ে বেশি।

রমজানে তীব্র দাবদাহে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। মূল সড়কে কমেছে সাধারণের উপস্থিতি। প্রয়োজনের তাগিদে যারা বের হয়েছেন, দাবদাহে তাদের ত্রাহি অবস্থা।

আবহাওয়া অফিস জানিয়েছে, গ্রীষ্মের শুরু থেকেই উত্তরাঞ্চলে খাঁ খাঁ রোদ। গত কয়েক দিন ধরেই তাপমাত্রার ঊর্ধ্বগতি, যা শুক্রবার গিয়ে ঠেকেছ তীব্র দাবদাহে। শিগগিরই খুব একটা পরিবর্তন হচ্ছে না এ অবস্থার।

এ দিকে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। তীব্র গরমে ডায়রিয়াজনিত রোগে সম্প্রতি মারা গেছে ৪ জন শিশু।

এটিএম/

Exit mobile version