স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের আধা কেজি হেরোইনসহ কোহিনুর বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর একটি দল।
শুক্রবার (১৫ এপ্রিল) র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত হেরোইনের মূল্য ৫০ লাখ টাকা। গ্রেফতারকৃত কোহিনুর বেগম দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা।
এর আগে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে বিরামপুর স্টেশনে থাকা যাত্রীবাহী একটি ট্রেনে তল্লাশি চালিয়ে এসব মাদক ও ওই নারীকে গ্রেফতার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কোহিনূর বেগম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের বাহক হিসেবে তিনি এ ব্যবসা করছেন। সিন্ডিকেট হোতাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে র্যাব।
/এসএইচ
বিরামপুরে যাত্রীবাহী ট্রেন থেকে আধা কেজি হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

আধা কেজি হেরোইনসহ গ্রেফতারকৃত কোহিনূর।
