Site icon Jamuna Television

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ বিভিন্ন মামলার ৩২ জন গ্রেফতার

গ্রেফতারকৃত আসামিদের একাংশ।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ মামলার মোট ৩২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ৩২ জন।

বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও আজ শুক্রবার আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সক্রিয়। তবে সামাজিক আন্দোলন না হলে পুলিশের একার পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সক্ষম হচ্ছে না। সমাজের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

এসজেড/

Exit mobile version