মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আওয়ামী লীগের প্রতিনিধি দল সৌজন্য ডিনারে অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে কারও বিরুদ্ধে নালিশ করা হয়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে প্রেসক্লাবে আদমজী জুট মিলস সংগ্রাম পরিষদ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে পরিষ্কার থাকতে চায় সফর অথবা বৈঠক নিয়ে জনগণের সাথে লুকোচুরির কিছু নেই বলেও জানান তিনি।
সাম্প্রতিক সফরে আগামী নির্বাচনে সমর্থনের জন্য কোনো আবেদন বা অনুরোধ ভারতকে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি। সভা-সেমিনারে বিভিন্ন বক্তব্য দেবার সময় দলের নেতারা সংযত থাকার নির্দেশও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
যমুনা অনলাইন: টিএফ

