Site icon Jamuna Television

‘সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে পরমাণু অস্ত্র ব্যবহারে বাধ্য হবে রাশিয়া’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দিমিত্রি মেদভেদেভ।

ইউরোপীয় দুই দেশ সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে পরমাণু অস্ত্র ব্যবহারে বাধ্য হবে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এই হুমকি দেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং প্রতিরক্ষা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। খবর আল জাজিরার।

মেদভেদেভ জানান, ন্যাটো সদস্য বৃদ্ধি করলে ইউরোপের প্রাণকেন্দ্রে মোতায়েন করা হবে হাইপারসনিক মিসাইল এবং পরমাণু অস্ত্র। বাল্টিক সাগরে বাড়ানো হবে রাশিয়ার সামরিক সক্ষমতা। তার হুমকি, বাল্টিক অঞ্চল পরমাণু অস্ত্রমুক্ত রাখার ব্যাপারে কোনো সমঝোতা হবে না।

ফিনল্যান্ড ও সুইডেনকে সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানান মেদভেদেভ। অন্যথায় পারমাণবিক ভীতি নিয়েই দেশ পরিচালনা করতে হবে এমনটা জানান তিনি। ফিনল্যান্ডের সাথে রাশিয়ার ১৩শ’ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবির পর কিয়েভে জোরালো বিস্ফোরণের শব্দ

উল্লেখ্য, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। তাছাড়া চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বের নেতৃত্বদানকারী দেশ রাশিয়া। 

এদিকে, রাশিয়ার সতর্কতার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ন্যাটো। তবু রুশ আগ্রাসন থেকে বাঁচতে ও ন্যাটো নিরাপত্তা পেতে ফিনল্যান্ড ও সুইডেনের আবেদন ইউক্রেন যুদ্ধে কৌশলগত প্রভাব পড়তে পারে।

জেডআই/

Exit mobile version