Site icon Jamuna Television

‘মস্কোভা’ ডোবার পর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে: রুশ টিভি (ভিডিও)

ছবি: সংগৃহীত।

সম্প্রতি কৃষ্ণসাগরে ডুবে যায় রুশ জাহাজ ‘মস্কোভা।’ ইউক্রেন দাবি করেছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘নেপচুন’- এর মাধ্যমে নৌযানটিতে হামলার কারণে ডুবে যায় মস্কোভা। তবে বৈরি আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে বলে জানায় রাশিয়া। এরপরই রাশিয়ার রাষ্ট্রীয় এক টেলিভিশনে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ এরইমধ্যে শুরু হয়ে গেছে। শুক্রবার (১৫ এপ্রিল) এমন প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ক্রেমলিনের প্রচারণাকার্যে ব্যবহৃত মিডিয়া রাশিয়া-‌১ চ্যানেলের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা দর্শকদের উদ্দেশে বলেন, যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, এটি সম্পূর্ণরূপে নিশ্চিত।

অনুষ্ঠানটিতে আগত একজন অতিথি রুশ জাহাজ ‘মস্কোভা’ ডুবে যাওয়াকে রাশিয়ার মাটিতে আক্রমণের সাথে তুলনা করেছেন। যদিও ক্রেমলিন বলেছিল আগুনের কারণে ডুবেছে জাহাজটি।

https://twitter.com/i/status/1514870832970960896

অনুষ্ঠানটির ক্লিপ এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘তারা ভালুককে খোঁচা দিচ্ছে। এই ক্ষেত্রে ভাল্লুক হচ্ছে ন্যাটো।’ অপর এক টুইটার ব্যবহারকারী বলেছেন, এরইমধ্যে রাশিয়া ৫০০টি ট্যাঙ্ক, ২০০০টি অন্যান্য যান, ১৮০০০+ সৈন্য ও একটি যুদ্ধবিমান হারিয়েছে। যেখানে ন্যাটো এখনও আসেনি। এটা বলাই যায়, ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ ভালো যাচ্ছে না।

আরও পড়ুন:  ‘ইউক্রেনে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া’

এদিকে রাশিয়ার রাষ্টায়ত্ত আরেক চ্যানেলে এক উপস্থাপক বলেছেন, পশ্চিমারা যা বলছে তাই করছে ইউক্রেন।

জেডআই/

Exit mobile version