Site icon Jamuna Television

পটুয়াখালীতে পোকায় নষ্ট একশো কোটি টাকার তরমুজ

পোকার আক্রমণে পটুয়াখালীতে নষ্ট হয়েছে একশো কোটি টাকার তরমুজ। এর জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। তবে এতে হাজার কোটি টাকার তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না বলেও আশাবাদী কৃষি বিভাগ।

গতবছর বাম্পার ফলনের পর পটুয়াখালীতে পরিসর বাড়িয়ে এবার তরমুজের আবাদ হয়েছে প্রায় ২৩ হাজার হেক্টর জমিতে। এরমধ্যে রাঙ্গাবালী উপজেলায় সাড়ে নয় হাজার হেক্টর জমিতে হয়েছে আবাদ। তবে ফলন আসার আগেই দেখা দিয়েছে বিপর্যয়। নাম না জানা ভাইরাসে নষ্ট হাজার হেক্টর জমির ফলন।

বেশিরভাগ চাষীই ধারদেনা আর এনজিওর ঋণের টাকায় করেছিলেন আবাদ। অনেকটা সর্বস্বান্ত হওয়ার পর এলাকা ছাড়ার উপক্রম ভুক্তভোগী অনেক চাষি।

রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান বলছেন, জমিতে একই ফসল বারবার আবাদ করায় থ্রিপস জাতীয় পোকার আক্রমণেই এমন পরিস্থিতি। আর কৃষি উদ্যানতত্ত্বের বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখারের ধারণা, এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হতে পারে। তবে এতকিছুর পরেও তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না বলে আশা করছেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক একেএম মহিউদ্দিন।

রাঙ্গাবালীতে প্রতি হেক্টরে ৩৫ থেকে ৪০ মেট্রিক টন অর্থাৎ আবাদের ১০ শতাংশ ক্ষেত নষ্ট হওয়ায় প্রায় শত কোটি টাকার লোকসান হচ্ছে চাষীদের, এমনটাই বলছে কৃষি বিভাগ।

/এডব্লিউ

Exit mobile version