রক্তাক্ত অবস্থায় পথেই পড়ে ছিলেন ইউসুফ, বাসায় না ফেরায় স্ত্রী খুঁজতে বেরিয়েছিলেন তাকে

|

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ইউসুফ মৃধা নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাত
এগারোটার দিকে শহর সংলগ্ন ইটবাড়িয়া ইনিয়নের তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওষুধের দোকানদার ইউসুফের রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার কথা থাকলেও ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী মেয়েকে নিয়ে খুঁজতে বের হয়েছিলেন। পথেই তিনি রক্তাক্ত অবস্থায় খুঁজে পান স্বামীকে।

আহত ইউসুফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত বারোটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।

নিহত ইউসুফ ওই এলাকার ইসমাইল মৃধার ছেলে এবং তিনি পেশায় একজন ঔষধের দোকানদার। ওই এলাকার ইউপি সদস্য মো. মিজানুর রহমান তালুকদার জানান, প্রতিদিনের মতো ইউসুফ শহরের ৯নং ওয়ার্ডের ১নং ব্রিজ এলাকায় ঔষধের দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পৌনে ১১টা পর্যন্ত বাড়িতে না পৌঁছালে স্ত্রী নুরন্নাহার বেগম তার মেয়েকে নিয়ে খুঁজতে দোকানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে রাত ১১টার দিকে স্থানীয় মৎস্য অফিসের গেটের পূর্ব পাশে বিলের মধ্যে ইউসুফকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেলে নিয়ে যায়। পরে সেখানে ইউসুফ মারা যান।

সদর থানার ওসি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গেছে। তার শরীরে বেশ কিছু ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে। লাশ পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের অন্য একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply