আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় কার্যকর হচ্ছে ন্যূনতম মজুরি। দেশটির নিয়োগকর্তা এবং শিল্প মালিকরা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নীতিতে সম্মত হয়েছেন যা আগামী ১লা মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান।
শুক্রবার (১৫ এপ্রিল) মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সারাভানান এক বিবৃতিতে বলেন, মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত ৫ লাখেরও বেশি বিদেশী শ্রমিকের চাহিদা মেটানো ছাড়াও বেসরকারি কোম্পানি বা সংশ্লিষ্ট সেক্টরের বর্তমান উন্নয়নের উদ্দেশে এটি করা হয়েছে।
সারাভানন আরও বলেন, মালয়েশিয়া সরকার দেশে ৬০০,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কাজ করছে। মালয়েশিয়ার বৃক্ষরোপণ খাত সম্প্রতি অত্যন্ত ভাল করছে। অর্থনীতি ভালো না হলে ৫ লাখ ১৯ হাজার বিদেশি শ্রমিকের চাহিদা কীভাবে? তৃণমূল জনগণকে তাদের অর্থ ব্যয় করতে এবং একই সাথে দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তাদের মজুরি বাড়ানো দরকার।
এর আগে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব গত ১৯ মার্চ ঘোষণা করেছিলেন, সরকার প্রতি মাসে ন্যূনতম মজুরি ১৫০০ রিঙ্গিতে বৃদ্ধি করতে সম্মত হয়েছে যা ১ মে থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, দেশটির রেস্তোরা মালিক এবং উৎপাদন খাতসহ বেশ কয়েকটি শিল্প মালিক ন্যূনতম মজুরি নীতি বাস্তবায়নের আগে বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সরকারকে সময় দিতে বলেছিল।
মালয়েশিয়ায় কার্যকর হচ্ছে ন্যূনতম মজুরি নীতি

মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান।
