Site icon Jamuna Television

এবার ইইউর ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। বেলজিয়াম ১৯ রুশ কূটনীতিককে বহিষ্কারের পর এই সিদ্ধান্ত নিলো মস্কো।

গেল ৫ এপ্রিল ওই ১৯ রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ব্রাসেলস। রয়টার্স মারফত পাওয়া খবরে বলা হয়, ব্রাসেলস তাদের বিবৃতিতে বলেছে, বহিষ্কৃত কর্মকর্তারা রাশিয়ার পক্ষে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অংশ নিয়েছেন যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।

এর পাল্টা জবাবেই মূলত শুক্রবার ইইউর ১৮ কর্মকর্তাকে বহিষ্কার করলো মস্কো। ওই কূটনীতিকদের যত দ্রুত সম্ভব রাশিয়া ত্যাগ করতে হবে বলেও উল্লেখ করা হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে ব্রাসেলসের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের পদক্ষেপে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে রাশিয়া।

/এডব্লিউ

Exit mobile version