Site icon Jamuna Television

বার্নলির কোচসহ পুরো কোচিং স্টাফ বরখাস্ত! কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন বার্নলি কোচ শন ডাইক। ১০ বছর বার্নলির কোচ থাকার পর চাকরি হারালেন ডাইক। তবে কেবল কোচ ডাইকই নন, পুরো কোচিং প্যানেলকেই ছাটাই করেছে ক্লাবটি।

সহকারী কোচ ইয়ান ওয়ান, ফার্স্ট-টিম কোচ স্টিভ স্টোন এবং গোলকিপিং কোচ বিলি মার্সারকেও সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্নলির একটি সূত্র।

চলতি মৌসুমে ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশ ক্লাব বার্নলি। আশঙ্কা রয়েছে প্রিমিয়ার লিগ থেকে অবনমনেরও। লিগের সর্বশেষ ৩০ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৮ নম্বরে আছে ক্লাবটি।

প্রসঙ্গত, ২০১২ সালের অক্টোবরে বার্নলির দায়িত্ব নেন শন ডাইক। টানা ১০ বছর সার্ভিসের পর ডাইককে ক্লাব থেকে সরানোটা অত সহজ ছিল না ক্লাব কর্তৃপক্ষের জন্য। এক প্রেস বিবৃতিতে বার্নলির চেয়ারম্যান অ্যালেন পেস জানিয়েছেন, ডাইককে সরানো ছিলো কঠিন সিদ্ধান্ত।

/এসএইচ

Exit mobile version