পশ্চিমা শক্তি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, এ সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে বাইডেন প্রশাসনের কাছে পাঠিয়েছে মস্কো।
সম্প্রতি যুক্তরাষ্ট্র উচ্চক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেয় ইউক্রেনে। প্রেসিডেন্ট বাইডেনের ঘোষিত ৮শ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অধীনে এসব অস্ত্র পাঠানো হবে। ওই ঘোষণার পরই এই হুঁশিয়ারি দিলো রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর বাইডেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কামান ব্যবস্থা, গোলাবারুদ, সাঁজোয়া যান ও প্রতিরক্ষা নৌযানও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তখন আরও বলেন, আমরা ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আছে আমেরিকার জনগণ।
এদিকে, ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। বিমান ও যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি হতো ওই কারখানায়।
/এডব্লিউ

