সুইডেনে ইসলামবিদ্বেষী কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ

|

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর জেরে বিক্ষোভে উত্তাল সুইডেনের শহর অরব্রো। কর্তৃপক্ষের বরাতে আলজাজিরার একটি খবর বলছে, সহিংসতায় ৪ পুলিশসহ ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) শহরটিতে পবিত্র কোরআন পোড়ানোর কর্মসূচির ডাক দেয় উগ্র ডানপন্থী দল হার্ড লাইনের নেতা রাসমুস প্যালুডান। পুলিশ ওই কর্মসূচির অনুমতিও দেয়।

পরে কোরআন শরীফে আগুন লাগিয়ে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করে মুসলিম অধ্যুষিত শহর অরব্রো শহরটির প্রায় ২ শত মানুষ। এসময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষে তুমুল সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের অন্তত ৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কর্মসূচি বাতিল করা হয়। এর আগে, ধর্ম ও জাতিবিদ্বেষসহ নানা অভিযোগে জেল খাটেন উগ্র ডানপন্থী এই নেতা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply