Site icon Jamuna Television

বিয়ের পর প্রথম বৈশাখে পরীকে বড় ইলিশ এনে দিলেন রাজ

নৌকায় ঘুরতে গিয়ে তোলা রাজ ও পরীমনির তোলা ছবি।( পরীমনির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেয়া)

এবার বিয়ের পর একসাথে প্রথম পয়লা বৈশাখ উদ্‌যাপন করলেন পরী–রাজ। পরী জানান, রাজ নিজে গিয়ে বাজারের সবচেয়ে বড় ইলিশটি এনেছেন তার জন্য। প্রথম বৈশাখে নিজেদের ডিজাইনকরা পোষাক পরে নৌকায় ঘুরেছেনও আলোচিত এ তারকা দম্পতি।

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে ফেসবুকে ২৬টি ছবিসহ বিয়ের পর নিজেদের প্রথম নববর্ষ উদ্‌যাপন কেমন হলো সে অভিজ্ঞতা শেয়ার করে একটি স্ট্যাটাস দেন পরীমনি।

স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি। বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমতো সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম। তারপর সে যে কত সব আয়োজন করে ফেলল!’

‘আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনল। কাল ঘুম থেকে উঠেই আমার জন্য খোঁপার ফুল এনে দিল।

বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতার করব। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত! একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুড পান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকল বাকি সব বলছি বলছি…।’

স্ট্যাটাসে পরীমনি তার স্বামী অভিনেতা শরিফুল রাজকে ট্যাগ করে লেখেন, ‘থ্যাংক ইউ জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।’ স্ট্যাটাসে উল্লেখ না করলেও ছবি দেখে বোঝা যায়, তাঁরা হাতিরঝিল এলাকায় ঘুরেছেন।

প্রসঙ্গত, বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা পরীমনি অন্তঃসত্ত্বা হওয়ার পর জানিয়েছিলেন, আগামী দেড় বছর কোনো সিনেমায় কাজ করবেন না তিনি। এ কারণে তার হাতের ছবিগুলো আটকে যাওয়ার শঙ্কায় পড়েছিলেন পরিচালক-প্রযোজকেরা। পরীমনি জানিয়েছিলেন চয়নিকা চৌধুরীর ওয়েব সিরিজ ‘কাগজের বিয়ে’ এবং অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং শেষ করেছেন। তবে ‘প্রীতিলতা’ আপাতত তার পক্ষে শেষ করা সম্ভব হবে না।

উল্লেখ্য, আসন্ন গুণিন সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সাথে প্রথম দেখা হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির। সেই দেখার সাত দিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজপরী। পরী জানান, বিয়ের পর বন্ধুর চেয়ে নিজেদের স্বামী-স্ত্রী ভাবতেই বেশি ভাল লাগে তার।

/এসএইচ

Exit mobile version