Site icon Jamuna Television

ল্যু পেন ক্ষমতায় গেলে ফ্রান্সে নিষিদ্ধ হবে হালাল পদ্ধতিতে পশু জবাই

ফ্রান্সে প্রেসিডেন্ট প্রার্থী মেরি ল্যু পেন ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে হালাল পদ্ধতিতে পশু জবাই। তার এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশটির মুসলিম ও ইহুদি কমিউনিটিতে।

মেরি ল্যু পেন জানিয়েছেন, ধর্মীয় রীতি অনুসারে আর জবাই করা যাবে না পশু। এটি অমানবিক বলে মন্তব্য করেন তিনি। বরং আগে ব্যাথানাশক ওষুধ প্রয়োগে অনুভূতিশূন্য করতে হবে প্রাণীদের।

তবে ইসলামে স্বীকৃত নয় এমন পদ্ধতি। ইহুদি রীতিতেও গ্রহনযোগ্য নয় তা। ল্যু পেনের দাবি, পশুদের কষ্ট কমাতেই নেয়া হবে এ উদ্যোগ। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিপাকে পড়বে ফ্রান্সে বসবাসরত মুসলিম ও ইহুদিরা।

এই ঘোষণাকে স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা বলে মনে করছেন তারা। একইসাথে এটিকে বৈষম্যমূলক ও দ্বিমুখী আচরণ বলেও আখ্যা দিয়েছেন। কারণ, প্রাণী শিকার ও ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই বন্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি ল্যু পেন।

/এডব্লিউ

Exit mobile version