Site icon Jamuna Television

সৌদি আরবে পাঠানোর কথা বলে জিম্মি ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

আটককৃত ৪ অপহরণকারী।

সৌদি আরবে পাঠানোর কথা বলে এক নারীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে ৪ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। চক্রটি ভিসা ও বিমানের টিকেট জালিয়াতি করে শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ আছে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, সুনামগঞ্জ থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানীর রামপুরায় একটি বাসায় জিম্মি করে রেখে এক নারীকে ধর্ষণ করে এই চক্রটি। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

জানা গেছে, গ্রেফতারকৃতরা দুই বছর ধরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মানব পাচার করে আসছে।

র‍্যাব জানায়, জনশক্তি রফতানির লাইসেন্স না থাকলেও গ্রামের অসহায় মানুষদের টার্গেট করে বিদেশে পাঠানোর নামে মাথাপ্রতি ৭-৮ লাখ টাকা করে আদায় করত চক্রটি।

/এসএইচ

Exit mobile version