Site icon Jamuna Television

প্রেসিডেন্টের বিরুদ্ধে অনশনে সাবেক লঙ্কান ক্রিকেটার

অনশনে বসেছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ধামিকা প্রসাদ।

প্রেসিডেন্টের বিরুদ্ধে অনশনে বসেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ধাম্মিকা প্রসাদ। দেশের বর্তমান পরিস্থিতির বিরোধিতা করেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

বর্তমানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় শ্রীলঙ্কা। নাক পর্যন্ত ঋণে ডুবে আছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরোধিতা করছেন দেশটির সাধারণ লোক।

এবার সেই বিক্ষোভে যোগ দিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ধাম্মিকা প্রসাদ। জানা গেছে, ২৪ ঘণ্টার অনশন শুরু করেছেন তিনি। অনশনে আর্থিক পরিস্থিতির উন্নতিসহ তিন বছর আগে শ্রীলঙ্কায় হওয়া ইস্টার সানডের বোমা হামলার বিচার দাবি করছেন ধাম্মিকা প্রাসাদ।

প্রসঙ্গত, ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলে ফাস্ট মিডিয়াম বোলার হিসাবে খেলেছেন ধাম্মিকা প্রসাদ।

/এসএইচ

Exit mobile version