Site icon Jamuna Television

ফিলিস্তিনে পিএলও’র জাতীয় সম্মেলন শুরু

২২ বছর পর প্রথমবারের মতো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন- পিএলও’র জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে চার দিন।

এতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বকে বৈধতা দেবেন কাউন্সিল সদস্যরা। সেই সাথে তার উত্তরসূরী নির্বাচিত করা হবে বলেও ধারণা করা হচ্ছে। উদ্বোধনী ভাষণে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদ জানান মাহমুদ আব্বাস।

তিনি বলেন, একতরফা এ সিদ্ধান্ত আঞ্চলিক সহিংসতাকে উস্কে দেবে। ফিলিস্তিনের স্বাধীনতা প্রক্রিয়ায় বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পিএলও। তবে সম্মেলনের স্থান, সময়সূচি এবং জেরুজালেম ইস্যুতে দর কষাকষিতে ব্যর্থতার অভিযোগ তুলে হামাসসহ বেশ কয়েকটি সংগঠন বয়কট করেছে সম্মেলন।

Exit mobile version