Site icon Jamuna Television

স্যুট পরে কেন সুইমিংপুলে নামলেন ওয়াসিম আকরাম?

স্যুট পরে পুলে নেমে ওয়াসিম আকরামের বার্তা, তার ট্রলকারীরা মূর্খ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের এক হাত নিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। স্যুট পরে সুইমিংপুলে নেমে সমালোচকদের কড়া জবাব দিলেন তিনি।

এর আগে নিজের ফেসবুক পেজে সাঁতার কাটার ভিডিও পোস্ট করেছিলেন ওয়াসিম। সেখানে চরম সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে তাকে। অশালীন কাপড় পড়ে সাঁতার কাটছিলেন ওয়াসিম আকরাম, এ রকম বক্তব্যে কিংবদন্তি পেসারের সমালোচনায় মুখর হয় নেটিজেনরা। প্রচুর ট্রলের মুখোমুখিও হন ওয়াসিম আকরাম।

তাই এবার স্যুট প্যান্ট পরেই পুলে নেমে সেই সমালোচকদের মূর্খ বলে আখ্যা দিয়েছেন ওয়াসিম। সেই সাথে ক্যাপশনে লিখেছেন, দরিদ্রের অভিশাপ এবং মূর্খের মতামত কখনোই নেয়া উচিত নয়।

আরও পড়ুন: প্রেসিডেন্টের বিরুদ্ধে অনশনে সাবেক লঙ্কান ক্রিকেটার

এম ই/

Exit mobile version