Site icon Jamuna Television

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছদ্মবেশে পুলিশের অভিযান, আটক ২ দালাল

আটককৃত দুই দালাল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে সদর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। অভিযানে দুইজন দালালকে আটক করা হয়। পরে তাদের মধ্যে এক দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় হাসপাতাল চত্বরে ছদ্মবেশে এ অভিযান চালায় পুলিশ। অভিযান থেকে জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালালদের উৎপাত নিয়ে বিভিন্ন সময় তথ্য পাওয়া গেছে। রোগীদের জিম্মি করে অর্থ আদায়সহ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দালালবিরোধী অভিযান চালায় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া ও সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহসীন।

অভিযানে ছদ্মবেশ ধারণ করে দুই দালালকে আটক করা হয়। পরে তাদের মধ্যে রুবেল হাসান নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। ২৯১ গণউপদ্রব ধারায় এ কারাদণ্ডাদেশ দেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহসীন জানান, হাসপাতালে দালাল নিয়ে পুলিশের কাছে অনেক অভিযোগ রয়েছে। সে অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ সদস্যরা। অভিযান থেকে ২ জনকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া জানান, হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখার প্রত্যয়ে অভিযান শুরু হয়েছে। হাসপাতালে এমন অভিযান অব্যহত থাকবে। রোগীদেরকে জিম্মি করে কাউকে কোনো সুযোগ নিতে দেয়া হবে না।

এসজেড/

Exit mobile version