Site icon Jamuna Television

আখাউড়ায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিহত নির্মাণশ্রমিক।

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেয়াল চাপা পড়ে আকাশ চন্দ্র দাস (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আকাশ ওই এলাকার দাসপাড়ার হরিলাল চন্দ্র দাসের ছেলে। তিনি আমোদাবাদ জুয়েলের নির্মাণাধীন মার্কেটে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আমোদাবাদ এলাকায় জুয়েলের মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া-বিজয়নগর সড়কের সিঙ্গারবিল বাজারের দক্ষিণ পাশে আমোদাবাদ এলাকায় জুয়েলের মালিকানাধীন মার্কেটের একটি ভবন ভাঙার কাজ করছিলেন আকাশসহ অন্যান্য শ্রমিকরা। এ সময় হঠাৎ ভবনের দেয়ালটি ধসে পড়ে। অন্য শ্রমিকরা দূরে সরে গেলেও দেয়াল চাপা পড়ে আকাশ ঘটনাস্থলেই মারা যায়।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এসজেড/

Exit mobile version