Site icon Jamuna Television

অন্যত্র থাকেন স্ত্রী-সন্তান, নিজ ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে হযরত আলী (৬৮) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত হযরত আলী ঘোড়াঘাট পৌর এলাকার নিতাইশা দক্ষিণ চককাঁঠাল গ্রামের মৃত পুর্ণ ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ পারভেজ জানান, নিহত হযরত আলী একাই নিজ বাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী-সন্তান অন্য একটি বাড়িতে বসবাস করে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় লোকজন জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাকে (শহীদ পারভেজ) খবর দেয়। পরে তিনি থানা পুলিশকে খবর দেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বুঝা যাবে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা।

জেডআই/

Exit mobile version