Site icon Jamuna Television

এবার আলিয়া-রণবীরের মেহেদি অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে

আলিয়ার মেহেদি অনুষ্ঠানের ছবি। ছবি: সংগৃহীত।

বহুল চর্চিত আলিয়া-রণবীরের বিয়ের ছবি সামনে এসেছে ইতোমধ্যেই। সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আলিয়া ভাট। এবারে প্রকাশ করলেন মেহেদি অনুষ্ঠানের ছবি। খবর ইন্ডিয়া টুডের।

আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন মেহেদি অনুষ্ঠানের ছবি। গোলাপি লেহেঙ্গা-চোলিতে সেজে উঠেছিলেন তিনি। গলায় ছিল কুন্দনের চোকার। কপালে মাঙ্গটিকা। হাতে ফুলের মালা। গোলাপি কুর্তা আর পঞ্জাবিতে সেজেছিলেন রণবীর।

ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, মেহেদী অনুষ্ঠানের দিনটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করে সময় কেটেছে। প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পাশাপাশি বরপক্ষের নাচ দেখার সুযোগ পেয়েছি। জানা গেছে, রণবীর তার জন্য একটি বিশেষ নাচের আয়োজন করেছিলেন।

গান চালানোর দায়িত্ব নিয়েছিলেন রণবীর-আলিয়ার বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আর রণবীর তাকে আলিয়ার পছন্দের গান চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নাচের তালে যোগ দিয়েছিলেন রণবীর, তার মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি, বোন কারিনা কাপুর খান, কারিশ্মা কাপুরসহ প্রমুখ। বরপক্ষের পা মেলানোর ছবিও দিয়েছেন আলিয়া।

আলিয়া-রণবীরের মেহেদি অনুষ্ঠানের ছবি দেখতে এখানে ক্লিক করুন

এসজেড/

Exit mobile version