Site icon Jamuna Television

সেনাবাহিনী জনগণের পাশে থেকে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত: সেনাপ্রধান

সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে সরকার প্রদত্ত যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (১৬ এপ্রিল) ঢাকার দোহারে পদ্মা নদীর ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে গিয়ে সেনাবাহিনী প্রধান এ কথা জানান।

এ সময় এস এম শফিউদ্দিন আহমেদ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দিক নির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করে উল্লেখ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দোহারে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পথ সুগম হবে। আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পটি ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশ ও জাতির জন্য কাজ করা সেনাবাহিনীর কাছে সবসময় গর্বের।

পরিদর্শনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version