Site icon Jamuna Television

কলাপাড়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক স্থা‌নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শ‌নিবার (১৬ এপ্রিল) সকা‌লে উপ‌জেলার রজপাড়া গ্রামের রাজিব সরদারের ছেলে তাসিন (২) ও নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে সাদিয়া (৪) পা‌নি‌তে ডু‌বে মারা যায়।

এ নিয়ে কলাপাড়া থানায় পৃথক দু‌’টি অপমৃত্যুর মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে ব‌লে কলাপাড়া থানার ও‌সি মো. জ‌সিম উ‌দ্দিন নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত তাসিনের দাদা শাহাবুদ্দিন সরদার জানান, শনিবার সকাল ৮টার দিকে রজপাড়া গ্রামের নিজ বাড়ির উঠানে খেলছিল দুই বছরের তাসিন। এ সময় প‌রিবা‌রের লোকজন কা‌জে ব্যস্ত ছিল। এক পর্যা‌য়ে সবার অলক্ষ্যে সে উঠানের পাশে পুকুরে পড়ে পা‌নি‌তে ডু‌বে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে না পেলে পুকুরে তার মরদেহ কিছুক্ষণ প‌রে ভাসতে দেখে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপর‌দি‌কে সকাল ১০টার সময় পাখিমারা গ্রামে নিজ বাড়িতে বেড়া বুননের কাজ করছিল পরিবারের লোকজন। পাশেই খেলছিল ছিল চার বছ‌রের সাদিয়া। কিছুক্ষণ পর উঠানে সাদিয়াকে না দেখে অনেক খোঁজাখুজির পর উঠা‌নের পা‌শে পুকুরে ভাসতে দেখে। তাৎক্ষণিক তাকেও উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, একই দি‌নে পা‌নি‌তে ডু‌বে দু‌টি শিশুর মৃত্যুর ঘটনা আস‌লেই মর্মা‌ন্তিক বিষয়। খবর পে‌য়ে ওই দুই প‌রিবা‌রের লোকজ‌নের সা‌থে কথা ব‌লে‌ছি। তা‌দের কোনো অ‌ভি‌যোগ না থাকায় অপমৃত্যুর মামলা রুজু করা হ‌য়ে‌ছে।

এসজেড/

Exit mobile version