Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত যুবক।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. পারভেজ নামে এক যুবককে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবক রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের শামসুল হকের ছেলে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা তাকে তিন মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়া পথে প্রায় উত্ত্যক্ত করতো পারভেজ। শনিবার দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ির ফেরার পথে তার পথরোধ করে সে। পরে স্থানীয়রা পারভেজকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত পারভেজকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এসজেড/

Exit mobile version