Site icon Jamuna Television

কক্সবাজারে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত মানব পাচারকারী দলের সদস্য।

কক্সবাজার প্রতিনিধি:

স্যাটেলাইট ফোন, জিপিএস ও কম্পাসের মতো অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছিল একটি চক্র। মূলত তাদের টার্গেটে বাংলাদেশি দরিদ্র-অসহায় যুবক বা মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। এই চক্রেরই ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৬ এপ্রিল) ভোরে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেল থেকে অস্ত্র-গুলিসহ মানব পাচারকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুইটি থ্রি কোয়াটার গান, চার রাউন্ড কার্তুজ, দু’টি রামদা, একটি স্যাটেলাইট ফোন, একটি কম্পাস, একটি জিপিএস ডিভাইস, ১৬টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড ও পাচারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মহেশখালীর উপজেলার ছোট মহেশখালীর সিপাহির পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে শাহ জাহান (৩৭), ঘটিভাঙা পূর্বপাড়ার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ পারভেজ (২৩), একই এলাকার আমির হোসেনের ছেলে আবদুল মাজেদ (২৭), ফজল করিমের ছেলে আমির মো. ফয়সাল (২৪), আমির হোসেনের ছেলে মোহাম্মদ শাকের (৩০) ও মো. মীর কাসেমের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। তাদের প্রত্যেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের কিছু সদস্য নাজিরারটেক চ্যানেলে অবস্থান করছে এমন খবরে অভিযানে নামে র‍্যাব। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র-গুলিসহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের বিদেশি সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয় স্যাটেলাইট ফোন।

তিনি আরও জানান, এ চক্রের আরও সদস্যদের চিহ্নিত করতে পেরেছে র‍্যাব। গ্রেফতারকৃদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

এসজেড/

Exit mobile version