Site icon Jamuna Television

ফিক্সিংকাণ্ডের তদন্ত শুরু করেছে বাফুফে

আবু নাঈম সোহাগ (বামে) ও আরিফ হাওলাদার।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফিক্সিংকাণ্ডের তদন্ত শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমদিনেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিদেরকে।

বাফুফের তদন্ত কমিটির সামনে শনিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে হাজির হয় অভিযুক্তরা। এই তদন্ত কমিটিতে বাফুফের কর্মকর্তারাও ছাড়া আছেন আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। অভিযুক্ত আজমপুর ক্লাবের সাবেক ম্যানেজার জালাল আহমেদ ও কাওরান বাজার ক্রীড়া সংঘের ফুটবলার আরিফ হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, পাতানো খেলা শনাক্তকরণ কমিটির মূল কাজ হলো প্রাপ্ত ফলাফল প্রতিবেদন আকারে বাফুফের কাছে প্রেরণ করা। সঙ্গত কারণেই ক্লাব, তাদের কর্মকর্তা ও খেলোয়াড়দের নাম আমরা বলতে পারছি না। তবে বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তা ও ২-১ জন খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কাওরান বাজার প্রগতি সংঘের সাবেক ফুটবলার আরিফ হাওলাদার বলেন, আমাদের ধরে লাভ নেই। কারণ, আমরা হচ্ছি চুনোপুঁটি। ধরা উচিত রাঘব বোয়ালদের।

আরও পড়ুন: স্যুট পরে কেন সুইমিংপুলে নামলেন ওয়াসিম আকরাম?

এম ই/

Exit mobile version