Site icon Jamuna Television

‘কিয়েভ থেকে ৯০০ বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার’

ছবি: রয়টার্স।

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের বিভিন্ন এলাকা থেকে মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধান আন্দ্রিই নেভিতোভের দাবি, এখন পর্যন্ত ৯০০ বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

সপ্তাহখানেকেরও আগে কিয়েভ থেকে সরিয়ে দেশটির পূর্বাঞ্চলে নেয়া হয়েছে রুশ সেনাদের। এরপর শহরটির আশপাশের বিভিন্ন এলাকার রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আন্দ্রিই নেভিতোভ এক সংবাদ সম্মেলনে বলেন, এখনো কিয়েভের বিভিন্ন জায়গা থেকে বেসামরিক নাগরিকদের লাশ উদ্ধার করা হচ্ছে। দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আমরা ৯০০ বেসামরিকের মরদেহ উদ্ধার করেছি। লাশগুলো ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া বুচা শহর থেকে সাড়ে ৩০০ এর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান আন্দ্রিই নেবিতোভ। বলেন, বোরোদিয়াঙ্কা ও মাকারোভে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে। এসব ধ্বংসস্তূপের নিচে এখনো মরদেহ চাপা পড়ে আছে। তার দাবি, নিহত ব্যক্তিরা বেসামরিক নাগরিক।

/এমএন

Exit mobile version