Site icon Jamuna Television

তিউনিসিয়া উপকূলে তেলবাহী জাহাজডুবি, সাগরের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

তিউনিসিয়া উপকূলে তেলবাহী একটি জাহাজডুবি হয়েছে। এতে সাগরে তেল ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, ১ হাজার টন তেল ছিল জাহাজটিতে। ইকুয়েটোরিয়াল গিনি থেকে মাল্টার দিকে যাচ্ছিল এটি। তিউনিসিয়ার গেবস শহর থেকে সাত মাইল দূরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এক পর্যায়ে পানি ঢুকে পড়ে জাহাজের ভেতর।

বিপদ সংকেত পেয়ে এগিয়ে যায় তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধার করা হয় জাহাজে থাকা সাত নাবিককে। তবে ডুবে যায় জাহাজটি। তেল ছড়িয়ে পড়া ঠেকাতে তোড়জোড় শুরু করেছে তিউনিসিয়ার পরিবেশ মন্ত্রণালয়।

/এডব্লিউ

Exit mobile version