Site icon Jamuna Television

মারিওপোলে আত্মসমর্পণের সময় বেধে দিয়েছে রাশিয়া

ছবি: সংগৃহীত

মারিওপোলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণে সময় বেধে দিয়েছে রাশিয়া। রোববার (১৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৬টা থেকে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছে মস্কো। খবর রয়টার্সের।

নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে সেনাদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়া হয়েছে। এক বিবৃতিতে মস্কো দাবি করেছে, কৌশলগতভাবে মারিওপোলের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে। কেবল একটি ইস্পাত কারখানায় কিছু সংখ্যক সেনা প্রতিরোধের চেষ্টা করছে। রক্তপাত বন্ধে সেখানে যুদ্ধরত কিয়েভের সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয়া হয়েছে। সাড়া দিলে মারিওপোলের সেনাদের সাদা পতাকা দেখাতে বলা হয়েছে।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি হুমকি দিয়ে বলেছেন, মারিওপোলে ইউক্রেনীয় সেনাদের হত্যা করা হলে শান্তি আলোচনা ভেঙে দেবেন তিনি। শহরটির পরিস্থিতিকে ‘অমানবিক’ বলে অভিহিত করে আরও অস্ত্র দিয়ে সহায়তা করার জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

গত মাসেও ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে তা প্রত্যাখ্যান করেছিল জেলেনস্কি প্রশাসন।

আরও পড়ুন: মারিওপোলে আমাদের সৈন্যদের অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী: জেলেনস্কি

Exit mobile version