Site icon Jamuna Television

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল শ্রীলঙ্কা। শনিবার (১৬ এপ্রিল) রাজধানী কলম্বোর রাজপথে নামে হাজারো বিক্ষোভকারী। খবর এনডিটিভির।

এদিন প্রেসিডেন্ট কার্যালয়ের পাশে জমায়েত হন বিক্ষোভকারীরা। সড়ক অবরোধ করে দিতে থাকেন সরকারবিরোধী নানা স্লোগান। দীর্ঘদিন যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জ্বালানি সংকটের জেরে ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়া আর্থিক সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ারও দাবি জানান আন্দোলনকারীরা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি জানানো হয়, মিছিলে স্লোগান দেয়া হয় ‘গো হোম গোতাবায়া’।

ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। ডলারের বিপরীতে রেকর্ড দরপতন ঘটেছে দেশটির মুদ্রার। বিদেশি মুদ্রার রিজার্ভও তলানিতে। জ্বালানি-বিদ্যুৎ এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না সরকার। ফলে চরম দুরাবস্থার শিকার দেশটির সাধারণ মানুষ।

আরও পড়ুন: সংসদেই ডেপুটি স্পিকারকে চড়-থাপ্পড় মারলেন ইমরানের দলের এমপিরা (ভিডিও)

এম ই/

Exit mobile version