Site icon Jamuna Television

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: প্রতীকী

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

পুলিশ জানায়, রোববার সকালে একটি মাইক্রোবাসটি ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়।

অপরদিকে, আশুলিয়ার জামগড়া এলাকায় কাভার্ড ভ্যান চাপায় রাসেল শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version