Site icon Jamuna Television

‘জাতীয় পার্টি আবার ক্ষমতায় নিয়ে যাবে সরকারের এ আশা গুড়েবালি’

আওয়ামী লীগ এবারো চাইছে জাতীয় পার্টি তাদের ক্ষমতায় নিয়ে যাবে, কিন্তু সে আশায় গুড়েবালি। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বিকেলে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের অনুষ্ঠানে তিনি এসবকথা বলেন।

এরশাদ বলেন, জাতীয় পার্টি কোন দল নয়, যারা এমন মন্তব্য করেন তারা ক্ষমতায় যাওয়ার অতীত ভুলে গেছেন। দেশে দুর্বিষহ পরিস্থিতি চলছে উল্লেখ করে এরশাদ বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার পরিবর্তন জরুরি। তিনি বলেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না।

এরশাদ বলেন রাজনৈতিক সদিচ্ছার অভাবে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ হয়না। অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরশাদ।

Exit mobile version